নতুন অর্থবছরে মোংলা বন্দরে বিদেশি বানিজ্যক জাহাজ আগমন কার্গো হ্যান্ডলিং, গাড়ি আমদানি এবং আয় সকল লক্ষ্যমাত্রাই সফলভাবে অতিক্রম করেছে। বন্দর কতৃপক্ষের উপপরিচালক ( জনসংযোগ) মো: মাকরুজ্জামান বলেন, ২০২৫- ২৬ অর্থ বছরের প্রথমদিনেই ১ লা জুলাই চারটি বিদেশি বানিজ্যিক জাহাজ অবস্থান করেছে। বন্দরের ৫ নং জেটিতে ২৯৯ টিই কন্টেইনার নিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ কোটা রেস্টু ( গিয়ালেস) ৬ নং জেটিতে চিটাগুর নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এমটি হাইহং, ৭ নং জেটিতে রুপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে সিয়েরা লিওন পতাকাবাহী জাহাজ এমভি হিস্টোরি এডওয়ার্ড এবং ৯ নং জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এমভিসিএস প্রসপারিটি বানিজ্যক জাহাজ অবস্থান করছে। এছাড়া মোংলা বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭ টি, বেসক্রিক এলাকায় ২ টি, এলপিজি জেটিতে ১ টি সহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪ টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এসকল জাহাজের রয়েছে পাওয়ার গ্রিড অব কোম্পানি রুপপুর প্রজেক্টের মেশিনারিজ পন্যে কয়লা, চিটাগুড়, চাল,সার, ক্লিংকার, এলপিজি,পাথর এবং সিমেন্ট তৈরির কাচামাল ইত্যাদি।