তুমি তোমার—
তুমি গর্ভধারণী,
সন্তান জননী,
সংসার রমণী।
তুমি ঘরের পূর্ণ চাঁদ,
তোমার হাসিতে খোলে
ভোরের প্রথম প্রভাত,
তুমি সংসারে আলোর ঝংকার।
তুমি তোমার।।
তুমি মাটির মতো ধৈর্যধারী
তুমি দীপ্তির দীপ্তি মহা নারী।
তোমার আঁচলে বাঁধা—
মায়া কাঁদা,
তুমি স্বরলে সাদা, পরিপূর্ণতার …
খোলা দুয়ার,
তুমি তোমার।।
তোমার মুখে মুগ্ধ হাসি।
পূর্ণ সাহসের বাতাসি।
স্নেহের ছায়া,
শ্রাবণ ধারার মায়া,
রক্তে আগুন,
তুমি ফাগুন
দিগন্তের জোয়ার।
তুমি তোমার।।