হাসপাতাল রোড এলাকায় রাঙ্গামাটি পার্বত্য জেলা এবিসি ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক সেন্টার নতুন করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা সাধারণের মানুষের গলাচিপে ধরে আদায় করছে টেস্টের নামে। মিথ্যা টেস্ট এর রিপোর্ট দিয়ে রোগীকে মানসিক হতাশায় ফেলে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা।
২৫ /৬/২০২৫ ইং ৯.৫৭মিনিটে রোগী লুৎফা বেগম নামে (৬৫) একজন রোগী এবিসি ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক সেন্টারে ফোন করে জিজ্ঞেস করে ডাক্তার আছে কিনা?
অপর প্রান্ত থেকে বলে নাই, কিন্তু ২মিনিট পরে এবিসি ডায়াগনিস্টিক থেকে রোগীকে ফোন করে বলে আসেন ডাক্তার আছে, রোগি আল্ট্রাসোন করার পরে রিপোর্টে আসে মূত্রথলিতে প্রচুর পরিমাণ পাথর, কিডনিতে পাথর আছে, ফ্যাটি লিভার আছে।
বয়স্ক রোগী হওয়ায় মানুষিক,হতাশা হয়ে প্যানাসিয়ায় অন্য ডাক্তারের শরণাপন্ন হলে আবার নতুন করে আল্ট্রাসনো করতে বলে। প্যানাসিয়া ডায়াগনিস্টিক সেন্টারে গিয়ে আল্টা করে রিপোর্ট বের হয়ে আসে। ওই রিপোর্টে দেখা যায় রোগীর কোন সমস্যা নেই, সে স্বাভাবিক আছে। লুৎফা বেগম অসুস্থ থাকার কারণে তার ছেলে CNI News 24 কে বিষয়টি জানায়।
আমাদের প্রতিনিধি এবিসি ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক সেন্টার গেলে সাংবাদিকদের দেখে মালিকপক্ষ সবাই পালিয়ে যায়।
পরবর্তীতে আমরা তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা ডাক্তারের সাথে কথা বলতে বলে। রাত নয়টায় ডাক্তার সমর সেন ত্রিপুরা আমাদের সাথে দেখা করে। আমরা তাকে প্রশ্ন করি একই দিনে দুটি আল্ট্রাসনোগ্রাফি করা হয়েছে কিন্তু দুটি রিপোর্ট ভিন্ন ভিন্ন কেন? তখন ডক্টর সমর সেন ত্রিপুর বলে এটা কি করে সম্ভব সে কোন প্রশ্নের উত্তর না দিয়ে অবস্থান ত্যাগ করে। পরবর্তীতে বিষয়টা দেখে নিবে এবিসি এন্ড ডায়াগনিস্টিক মালিক পক্ষের কাছ থেকে জানতে চাইলে, তিনি পরিচয় দেন
মানস মুৎসুদ্দি, তিনি, বলে আমরা এভাবেই রিপোর্ট করি আপনার সমস্যা কোথায়? তখন বললাম এটাতো সাধারণ মানুষ ডাক্তারদের বিশ্বাস করে আসে আপনার এখানে কেন অনিয়ম? তখন সে বলে এভাবেই চলে যাবে, চলছে, আর চলবে, প্রশাসন আমাদের কিছুই করতে পারবে না প্রশাসনকে টাকা দিয়ে কিনে রেখেছি, আপনি তো সাংবাদিক আপনাকে মেরে ফেলে রাখলে কি করতে পারবেন? এবিসি ডায়াগনিস্টিক সেন্টারের আরেক মালিক কালা চাকমা বলে আমাদের নামে নিউজ করলে আমরা আপনাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিব। কিভাবে সাংবাদ লিখেন দেখে নিবো হাত, পা ভেঙে কাপ্তাই লেকে ফেলে দিব। ভুক্তভোগীর ছেলে দেশের সকল প্রশাসনের কাছে প্রতারণার বিচার দাবি করে।