ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জ উপজেলা, ৯ নং হাজীপুর ইউনিয়ন খটশিংগাঁ গ্রামে শিবরামবাটী গত তাং ৩০ জুন ২০২৫ রোজ সোমবার দুপুর বেলা শ্রীঃ সুমন চন্দ্র রায় এর বাড়ির পিছনে পরিত্যক্ত টয়লেট থেকে বস্তুা বন্দী অধগলিত গৃহবধুর মরদেহ লাশটি উদ্ধার করেছে পীরগঞ্জ থানার পুলিশ। ঘটনা সূত্রে জানাযায় পীরগঞ্জ উপজেলা একান্নপুর গ্রামের লক্ষিনন্দর বাজার এলাকার পরশু উদ্দীনের ছেলে মোঃ লিটন এর সাথে ০৫ বছর পূর্বে শুভবিবাহ বন্ধন হয় বলে জানিয়েছেন ভুক্ত ভুগীরা। তার একটি মেয়ে সন্তান আছে এবং সে ০৫ মাসের অন্তসত্ত্বা। অত্র এলাকা বাসি জানান লিটন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় মাদক চোরাচালান কারবারি সহ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত ছিল। স্ত্রী মোছাঃ রিমু বেগম স্বামী লিটন কে ঐ সমস্ত কাজে বাঁধা প্রদান করিলে প্রতি নিয়ত কলহ বিবাদ হাতাহাতি লেগেই থাকতো।
গত ২৩ জুন ২০২৫ ইং রাতে অন্ধকারে তার নিজের শয়ন ঘরে হত্যা ও গুম করে রাখা হয়েছে মর্মে জানিয়েছেন জনসাধারণ। নিখোঁজ ৭ দিন পর ৩০ জুন ২০২৫ দুপুরে রিমুর বস্তাবন্দি মরদেহ লাশটি উদ্ধার করেছে পুলিশ বাহিনী। আরও বলেন যে, পারিবারিক কলহের কারণে এ হত্যা কান্ড ঘটেছে। সে ৮ দিন ধরে নিখোঁজ ছিল বিভিন্ন জায়গায় খোঁজা খোঁজির পরে মেয়ে রিমুকে না পেয়ে রিমুর বাবা পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিলেন। উক্ত দায়ের কৃত অভিযোগ পীরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে লিটন কে আটক করতে সক্ষম হয় বলে জানাযায়। আসামি লিটন নিজের স্বীকারোক্তিতে একটি পরিত্যক্ত টয়লেট থেকে বস্তুা বন্ধী লাশ উদ্ধার করা হয়েছে। পীরগঞ্জ থানার পুলিশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করেছে এবং মামলা প্রস্তুতি চলছে। ঘটনা স্থানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ ও রানিশংকৈল ঠাকুরগাঁও- ৩ আসনে সাবেক সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুর রহমান জাহিদ বিএনপি, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, ৯ নং হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফকিরগঞ্জ বিওপি র কোম্পানি কমান্ডার দিনাজপুর ব্যাটালিয়ন( ৪২) বিজিবি এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা সন্মানিত সাংবাদিক বৃন্দ সহ শত শত মানুষের সমাগম। জনসাধারণের জিজ্ঞেস করলে তার বলেন সুষ্ঠ তদন্তের সাপেক্ষে আসামি লিটনের সর্বোচ্চ ফাঁসির দাবি।