বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাভারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর জন্মদিন উপলক্ষে আশুলিয়ার পাথলিয়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা কেক কেটে ও দোয়া মাহফিল করেন।
৩০ জুন সন্ধা ৮ ঘটিকায় পাথলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে কেক কেটে জন্মদিন পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। আয়োজকরা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করেন।
এ সময় মোঃ আমিনুর রহমান বলেন, “ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শুধু আমাদের নেতা নন, তিনি সাভারবাসীর হৃদয়ের মানুষ। তার নেতৃত্বে আমরা আবার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল হবো।”
অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, দলের এই কঠিন সময়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে। তারা আগামী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে এই দিনটি উদযাপনের প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাথালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শারজাহান সাজু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক এম রহমান শুভ, আশুলিয়া থানা যুবদল নেতা রাশেদ চৌধুরী রুবেলসহ আরো অনেকে নেতাকর্মী উপস্থিত ছিলেন।