খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ সকালে এলপি গ্যাস ভর্তি একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জন আহত হন। নিহতরা হলেন, হোগলাডাঙা বাশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি হোগলাডাঙা মোড় এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকে সাজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে রায়হান নিহত হন।গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা টিটু(২৬), চালক কবির( ৪৭), হাসিব(২৩), নগেন্দ্রনাথ সরকার (৭৫) ও জুয়েল বাবু নামের আরো ৫ জনকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হরিনটানা থানার ওসি খায়রুল বাশার জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।