গাছ লাগান পরিবেশ বাঁচান,এই স্লোগান নিয়ে ২৮ জুন ২০২৫ মুলাদী উপজেলা বিদ্যালয় পর্যায়ে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন। একটি নারিকেল চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। ৭৪ নং দক্ষিণ চর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃক্ষরোপন কর্মসূচির ২০২৫ আয়োজন করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল করিম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ শফিকুল ইসলাম সহকারি উপজেলা শিক্ষা অফিসার,উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কেনান, চর ডিগ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন পৌরসভা ক্লাস্টার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। বিদ্যালয় ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উপভোগ করে ও বৃক্ষরোপনের উৎসাহ করে।