সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ঘিরে উত্তরা এলাকায় সংঘটিত বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় হানিফ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রাজধানীর উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক জানান, গতকাল সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল হানিফ মিয়াকে উত্তরা এলাকা থেকে আটক করে। আজ মঙ্গলবার ভোরে তাঁকে থানায় সোপর্দ করা হয়।
পরিদর্শক এ বি সিদ্দিক জানান, আটক হানিফ মিয়া বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
গত রোববার, রাজধানীর উত্তরার বাসভবনে হামলার শিকার হন সাবেক সিইসি নূরুল হুদা। একদল ব্যক্তি তাঁকে বাসা থেকে বের করে এনে জুতার মালা পরিয়ে হেনস্তা করে এবং শেষে পুলিশে সোপর্দ করে। ওই সময় তাঁকে জুতা দিয়ে আঘাত ও ডিম নিক্ষেপ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
পুলিশের দাবি, বিএনপি নেতা সালাউদ্দিন খানের দায়ের করা শেরেবাংলা নগর থানার একটি মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় অভিযোগ রয়েছে, তিনি দিবালোকের ভোট রাতে গননার অভিযোগসহ নানা অনিয়মে জড়িত ছিলেন।
রোববার রাতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়—
“অভিযুক্ত ব্যক্তির ওপর হামলা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা আইন পরিপন্থী, বেআইনি এবং ফৌজদারি অপরাধ। জনতার ‘মব’ তৈরি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
সরকার আরও জানায়, যারা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।