1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ইরানের ড্রোন নেতৃত্বে ইসরায়েলে পাল্টা হামলা, আইআরজিসির ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সেনা অভিযানে রাজশাহীর ‘সন্ত্রাসী সাংবাদিক’ জুলু গ্রেপ্তার-অস্ত্র উদ্ধারে ১০ দিনের রিমান্ড আবেদন ফুলপুরে কাবিটা কর্মসূচির আওতায় ৩০০০ ফুট সলিং রাস্তার পরিদর্শন করলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দখল পাল্টা দখল : নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অচলাবস্থা কাটছে না এনাম মেডিকেল কলেজে কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি, কর্তৃপক্ষের আশ্বাসে ফের স্বাভাবিকতা বাংলাদেশের যে সংবিধান রয়েছে এটি আঃলীগ বিধান- হাসনাত বগুড়া ডিবি পুলিশের অভিযানে তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দানকারী গ্রেফতার বগুড়ায় ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা আদায়, এপিবিএন সদস্যসহ ছয়জন আটক কালিয়ায় জেষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন জরুরী বিভাগে ডিউটি রেখে পাইভেট চেম্বারে ব্যস্ত ডা. শিপলু সরকার

ইরানের ড্রোন নেতৃত্বে ইসরায়েলে পাল্টা হামলা, আইআরজিসির ঘোষণা

reporter আন্তর্জাতিক ডেস্ক:
calendar প্রকাশিত: ২১ জুন, ২০২৫, ২:৩৯ অপরাহ্ণ

ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’-এর আওতায় ১৮তম অভিযান পরিচালনা করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শনিবার জানায়, এই অভিযানে নেতৃত্ব দিয়েছে ড্রোন ও নির্ভুল ক্ষেপণাস্ত্র।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তেলআবিবসহ অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে পরিচালিত এই হামলায় শাহেদ-১৩৬ মডেলের যুদ্ধ এবং আত্মঘাতী ড্রোন ব্যবহৃত হয়েছে। একইসঙ্গে নিক্ষেপ করা হয় কঠিন ও তরল জ্বালানিভিত্তিক স্ট্রাইক মিসাইল

হামলায় মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ও কৌশলগত কেন্দ্রগুলো। যার মধ্যে রয়েছে— বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর সেনাবাহিনীর লজিস্টিক ও অপারেশনাল ঘাঁটি, দখলকৃত অঞ্চলের সামরিক স্থাপনা, কেন্দ্রীয় যোগাযোগ ও নজরদারি ব্যবস্থা

আইআরজিসি দাবি করেছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানে। শাহেদ-১৩৬ ড্রোনের একাধিক স্কোয়াড্রন শুক্রবার রাতে ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলোতে ধারাবাহিকভাবে অভিযান চালায়। এতে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলেও দাবি করা হয়। আইআরজিসি বলেছে, “ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে পরিচালিত আমাদের হাইব্রিড আক্রমণ এখন একটি চলমান প্রক্রিয়া। ইসরায়েলের যেকোনো আগ্রাসনের জবাব অব্যাহত থাকবে।”

গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে হামলা চালায়। এরই জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’-এর আওতায় এখন পর্যন্ত ১৮টি হামলা চালিয়েছে। প্রতিটি হামলাই ছিল প্রতিক্রিয়ামূলক এবং নির্ধারিত কৌশলগত লক্ষ্যবস্তুতে।

বিশ্লেষকদের মতে, এই ধরণের টেকনোলজি-নির্ভর হাইব্রিড আক্রমণ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে সম্ভাব্য সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com