একটি নিরপেক্ষ সংবাদচিত্র পাঠকদের উপহার দিতে পারে, তখন সে সংবাদপত্র শুধু পাঠকের খোরাক জোগায় না, একজন সাধারণ পাঠককেও সপ্রতিভ নাগরিক করে তোলে।গণমাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন ঘটনাপ্রবাহের একটি সার্বিক চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ইলেকট্রনিক ও মুদ্রণ মাধ্যম এ দুই ধরনের গণমাধ্যম বিশ্বের প্রায় সব দেশেই চালু আছে। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। স্বাধীনতা-পরবর্তী বিগত নব্বই দশকের গোড়া থেকে আমাদের দেশে গণমাধ্যমের সংখ্যা বেড়েছে। বেড়েছে এর পরিসর। একসময় ক্যাবল বিটিভি ও দু-একটি পত্রিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল গণমাধ্যম।
গণমাধ্যমকর্মীরা প্রতিবাদী হবে, লড়াকু হবে, আপোসহীন হবে- এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু তা যদি গড্ডালিকা প্রবাহ হয় অথবা একটু নম্র করে বলতে গেলে বলতে হয়, দালালি বা ভাঁড়ামী হয় তাহলে সেটা কি গণমাধ্যমের পর্যায়ে পড়ে। হয়ত এটি ভাবার মত এখন কারো সময় নেই।
গণমাধ্যমে কাজ করার সৌভাগ্য মানে অন্য কিছু। আর যদি হয় টেলিভিশন তাহলে তো এক ফালি রোদের মত হাতের মুঠোয় পুরো বিশ্বকে পাওয়া। এমন ভাবনা বর্তমান সময়ে মিডিয়াতে কাজ করতে আসা তরুণ-তরুণীদের। তাদের চোখে মুখে বিস্ময়। তারা স্বপ্ন দেখে পুরো বিশ্বকে জয় করবার। এদিকে তরুণ-তরুণীরাই যে শুধু গণমাধ্যমে কাজ করার স্বপ্ন দেখে তা কিন্তু একদম নয়। কিন্তু এত পেশা থাকতে গণমাধ্যম পেশাকে কেন সবাই বেঁছে নিতে চাই?কেননা গণমাধ্যম মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে, বলতে, লিখতে, আলোচনা করতে, কোনো বিষয় নিয়ে বিশ্লেষণ করতে সাহায্য করে। এছাড়া গণমাধ্যম মানুষের মত প্রকাশের একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। অন্যদিকে গণমাধ্যম সমাজ ও জাতির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে।
তাই আজ একটি কথা বলতে বড়ই ইচ্ছা করছে, গণমাধ্যম হোক সবার জন্য। মূল্যায়ন হোক অভিজ্ঞতার। একই হাতে হাত রেখে কাজ করার সুযোগ হোক সবার
মিডিয়ার অবাধ স্বাধীনতা আছে কিন্তু সেটা যেন শুদ্ধ চর্চা হয়। আমি আশা করি, প্রিয় সাংবাদিকরা দয়া করে এই বিষয়টি ভবিষ্যতে খেয়াল রাখবেন। কারণ স্বাধীন সাংবাদিকতা মানে যা খুশি তা লিখে দেওয়া নয়। সবাই যেন বিষয়টি বুঝে-শুনে লিখি।’ আমি তার সাথে ষোলআনা একমত। যা খুশি তাই লিখে দেওয়া মানে স্বাধীন সাংবাদিকতা নয়। সাংবাদিকতা মানে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা।এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কচুরিপানার মত যেন ভেসে না যায় আমাদের সাংবাদিকতা।
সবাইকে নতুন দিনের শুভেচ্ছা। আপনাদের সবার সুন্দর স্বপ্ন গুলি পূরণ হউক। সবার জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক। সবার জন্য শুভ কামনা রইলো।