1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বদলে যাচ্ছে ফুলবাড়িগেট মোড়ে কুয়েট প্রবেশদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাবুল সভাপতি, রানা সম্পাদক পীরগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন নওগাঁয় জাতীয় পার্টির সদস্য সচিব নিয়োগ ও সাংগঠনিক আলোচনা সভা সারিয়াকান্দিতে ৩৩ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে বাড়ন্ত ষাঁড় বাছুর বিতরণ সারিয়াকান্দিতে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিয়াজ উদ্দিনকে হত্যার হুমকি। শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক কারবারি গ্রেফতার মৌলভীবাজারের টিএস প্লাজায় ডাকাতি”নগদ টাকা সহ প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লোট গোমস্তাপুর উপজেলায় ক্রেতা কম গবাদি পশুর সংখ্যা বেশি পতেঙ্গা সৈকতে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরসহ দুজন আহত খুলনায় দুই দিনব্যাপি কবি নজরুলের জন্মোৎসবের উদ্ধোধন

বদলে যাচ্ছে ফুলবাড়িগেট মোড়ে কুয়েট প্রবেশদ্ধার

👤 মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো 
🗓️ ২৫ মে, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ণ   

বদলে যাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের ফুলবাড়িগেট মোড়ের প্রবেশদ্ধার। ৪০ লাখ টাকা ব্যায়ে খুলনা – যশোর মহাসড়কের ফুলবাড়িগেট মোড়সহ কুয়েট প্রবেশদ্ধারের প্রশস্তকরন, আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ দুই মাস আগে শুরু হয়েছে। কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে বাকি ৪০ শতাংশ কাজ সম্পন্ন হবে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেস কন্সট্রাকশন সুত্রে জানা্যায়। কুয়েট প্রবেশদ্ধারের ফুলবাড়িগেট মোড়টি প্রশস্তকরন, আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য কুয়েট কতৃপক্ষও দীর্ঘদিন ধরে চেষ্টা অব্যাহত রেখেছিল বলে জানিয়েছেন কুয়েটের প্রধান প্রকৌশলী প্রফেসর এবিএম মদমুনুর রশিদ। তিনি বলেন, কুয়েট কতৃপক্ষের তৎপরতার কারনে কাজ দ্রুততার সাথে শুরু হয়েছে। খুলনা র গুরুত্বপূর্ণ ২২ টি মোড় প্রশস্তকরন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় কাজটি সম্পন্ন হচ্ছে। খুলনা সিটি কর্পোরেশন এটি বাস্তবায়ন করছে। কুয়েট প্রবেশদ্ধার ফুলবাড়িগেট মোড় থেকে সংযোগ সড়ক গুলোতে সহজভাবে প্রবেশের জন্য ইন্টারসেকশন তৈরি করা হবে। ইন্টারসেকশনের মাঝখানে মিডল আইল্যান্ড নির্মান করা হবে। কুয়েটের প্রবেশদ্ধারের সংযোগ সড়কের রোড ডিভাইডারের উপর স্থাপন করা হবে দৃষ্টি নন্দন ” কুয়েট মনুমেন্ট “। তৈরি করা হবে ট্রাফিক আইল্যান্ড, পুলিশ বক্স, পাবলিক টয়লেট, যাত্রী ছাউনি, সর্বসাধারনের বসার জন্য বেঞ্চ,সুপেয় পানি পানের জন্য স্থাপন করা হবে ওয়াটার ড্রিংকিং স্টেশন। মোড়ের যানজট নিরসনের জন্য তৈরি করা হবে সিএনজি, অটোরিকশা এবং রিক্সা ভ্যানস্টান্ড। সড়কে রোড মাইকিং, জেব্রা ক্রসিং থাকবে। রাতের বেলা কুয়েট প্রবেশদ্ধারের ফুল বডিগার্ড মোড়ের সর্বত্র আলোকিত করার জন্য হাইমাস লাইট বসানো হবে। খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়িগেট রেলক্রসিংয়ের কুয়েট প্রবেশদ্ধার সহ ৪ টি সংযোগ সড়ক রয়েছে। কুয়েট প্রবেশদ্ধারের ফুলবাড়িগেট মোড়টিতে সব সময় যানযট লেগে থাকে। যানজটের কারনে যানবাহনের চালক, যাত্রীসহ সাধারণ পথচারীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। গুরুত্বপূর্ণ ৪ সড়কের সংযোগস্থল এটি। স্থানীয়দের কাছ থেকে জানা্যায়, কুয়েট প্রবেশদ্ধারের ফুলবাড়িগেটের গুরুত্বপূর্ণ এ মোড়টিতে যানবাহন চলাচলে কখনো শৃংখলা ছিল না। ট্রাফিক আইন অমান্য করে সিএনজি চালকেরা সড়কের অর্ধেকাংশ দখল করে যাত্রী উঠা নামার কাজ করে। যার কারনে মোড়টিতে প্রায়শ যানজট লেগে থাকে। কুয়েট প্রবেশদ্ধারের ফুলবাড়িগেট মোড়ের খুলনা সড়ক ও জনপথ বিভাগ ( সওজ)র নিয়ন্ত্রনাধীন জায়গা বেদখলে ছিল দীর্ঘদিন। কুয়েট সংযোগ সড়কের আধুনিকায়ন এবং ড্রেন নির্মানের কাজ শুরু করার আগে ২০২৩ সালে মোড়ের আশপাশের অবৈধ স্থাপনা অপসারন করা হয়। কুয়েট প্রবেশদ্ধারের ফুলবাড়িগেট মোড় প্রশস্তকরন ও সৌন্দর্যবর্ধন সম্পর্কে কুয়েটের প্রধান প্রকৌশলী প্রফেসর এবিএম মামুনুর রশিদ বলেন, ” কুয়েট প্রবেশদ্ধারের ফুলবাড়িগেট মোড় প্রশস্তকরন ও সৌন্দর্যবর্ধনের জন্য আমরা কুয়েট কতৃপক্ষ চেষ্টা চালিয়েছি। সার্বক্ষনিকভাবে সিটি করপোরেশনের দায়িত্বশীলদের সাথে টাইম টু টাইম যোগাযোগ রক্ষা করছি। যাতে কাজের গুনগতমান বজায় রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুততন সময়ের মধ্যে কাজটি শেষ করতে পারে কাজটি সম্পন্ন হলে খুলনা যশোর মহাসড়ক থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্ধার দৃষ্টি নন্দন হবে। আগতরা সহজেই বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com