মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়া খোড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পুরান গ্রাম বটতলা মোড়ে ২৩ মে বিকাল ৪ ঘটিকায় ১৩ জুলাই, ২০২৩ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নবগঠিত কমিটির ১নং সম্মানিত সদস্য জনাব এস এ জিন্নাহ কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মানিকগঞ্জ জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদল আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর থানা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান, ঘিওর থানা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া মেম্বার, দৌলতপুর থানা বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন, শিবালয় থানা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, শিবালয় থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখসহ সংগঠনের স্থানীয় সকল নেতাকর্মী, এলাকাবাসী, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমান সময়ে অস্থির বাংলাদেশের উন্নয়নের কাঠামো গতিশীল ও সুশৃঙ্খলভাবে শক্ত হাতে পরিচালনার জন্য দেশ ও জাতিকে বিশ্বের সকল রাষ্ট্রের নিকট মাথা উঁচু করে দাঁড়ানোর লক্ষ্যে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৩১দফার সুবিধা দেশের গণমানুষের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে সুসংগঠিত করে দলমত নির্বিশেষে সকলে একত্রিত হয়ে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply