1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পুলিশ সদস্য জুনায়েদ আহমদ আল আমিনের বিরুদ্ধে আওয়ামীলীগের দোসরদের মিথ্যা অপ-প্রচার  ঘটনার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নওগাঁয় জাতীয় পার্টির সদস্য সচিব নিয়োগ ও সাংগঠনিক আলোচনা সভা সারিয়াকান্দিতে ৩৩ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে বাড়ন্ত ষাঁড় বাছুর বিতরণ সারিয়াকান্দিতে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিয়াজ উদ্দিনকে হত্যার হুমকি। শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক কারবারি গ্রেফতার মৌলভীবাজারের টিএস প্লাজায় ডাকাতি”নগদ টাকা সহ প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লোট গোমস্তাপুর উপজেলায় ক্রেতা কম গবাদি পশুর সংখ্যা বেশি পতেঙ্গা সৈকতে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরসহ দুজন আহত খুলনায় দুই দিনব্যাপি কবি নজরুলের জন্মোৎসবের উদ্ধোধন তেরখাদায় নতুন ইউএনওর যোগদান

পুলিশ সদস্য জুনায়েদ আহমদ আল আমিনের বিরুদ্ধে আওয়ামীলীগের দোসরদের মিথ্যা অপ-প্রচার  ঘটনার প্রতিবাদে মানববন্ধন

👤 নিজস্ব প্রতিবেদক
🗓️ ২৪ মে, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ   

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ গ্রামের পুলিশ সদস্য জুনায়েদ আহমদ আল আমিনের বিরুদ্ধে বিগত আওয়ামীলীগের দোসরদের মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে এলাকাবাসির আয়োজনে উপজেলার গণিগঞ্জ বাজারে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গণিগঞ্জ বাজারের প্রবীন মুরুব্বী আব্দুস শহীদের সবাপতিত্বে ও ব্যবসায়ী ফখরুল ইসলাম জয় ও শাহ আলমের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল আমিনের খালা হেনা বেগম, ইসলামী আন্দোলনের নেতা ক্বারী মুহিবুল হক, গণিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক ড. নজরুল ইসলাম, কাছা মিয়া,অযুদ মিয়া,আব্দুর নুর, আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল হাফিজ, মহি উদ্দিন, নিজাম উদ্দিন, সাঈদুর রহমান চৌধুরী, ওবায়দুল্লাহ খান, মুহিবুর রহমান, আব্দুল আউয়াল, মুহাম্মদ আজাদ, ফারুক রশিদ চৌধুরী, আশরাফুল হক, জাহাঙ্গীর আলম, আলীনুর, সোহাগ, সাব্বির আহমদ, ফখরুল ইসলাম, তাজুল ইসলাম, হোসাইন, মুজিবুর রহমান, দুলাল মিয়া, জহিরুল ইসলাম, হাবিবুর রহমান, মুহিত আহমদ, আব্দুল হাকিম, ফয়েজ উদ্দিন, আরজ আলী, আব্দুর নুর, মোস্তাকিম, একরাম, কাইয়ুম, শমাই উদ্দিন, জাহাঙ্গীর, আব্দুল আজিজ, জুহা আহমদ, প্রমুখ।

গত ১৪ মে  বিকেলে উপজেলার শিমুলবাক গ্রামের পশ্চিমে ধানের খলায় শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিনের পিতা আজহার আলীর নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী উপজেলা জাসাসের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলমের মা জোসনা বেগমের বৈশাখী ধান লুটপাটের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের জেরে ঘটনাস্থলে উপস্থিত জাহাঙ্গীর আলমের সহোদর বড় বোনের ছেলে পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল-আমিনকে ইস্যু করে আওয়ামীলীগের দোসর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, আকিকুর রহমান আকিক, মাসুদ মিয়া ও তাহাদের পিতা আজহার আলী পারিবারিক হিংসাত্মক ষড়যন্ত্রমুলক অভিযোগ ও অপ-প্রচার পরিচালনা করে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ প্রচার করে মানহানি করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলমের মালিকানাধীন বোরো জমির ধান শুকানো অবস্থায় ২০০ মন ধান জোর জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করলে জোসনা বেগমের কাজের লোক আজহার আলী ধান নিতে বাধা প্রদান করলে চেয়ারম্যানের লোকজন ধস্তাধস্তি শুরু করলে পুলিশ কনস্টেবলের স্বজন সৈয়দা হেনা বেগম এসব দেখে ধানের খলায় যান। যাওয়ার পর আজহার আলী হেনা বেগমকে হেনস্থা করে লাঠি দিয়ে মারধর করে গুরুতর জখম ও শ্লীলতাহানি করে। হামলাকারীরা তার ৫ বছর বয়সী ছোট শিশু আনজুমা ও কাজের লোককেও মারধর করে গুরুতর জখম করে। আহত অবস্থায় ভুক্তভোগী হেনা বেগম তাহার বড়বোনের ছেলে পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল-আমিন কে ফোন করে ঘটনাস্থলে আসার পর পুলিশ সদস্য আল আমিন মোবাইল যোগে শান্তিগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে শান্তিগঞ্জ পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌছে এবং ঘটনা সম্পর্কে অবগত হন।

জাহাঙ্গীরের মা জোসনা বেগম (৭০) বাদী হয়ে গত ০২/০৪/২০২৫ ইং তারিখে (১) মাসুদ মিয়া (৪৫), পিতা-আজর আলী, (২) মাওলানা মোজাহিদ (৩৫), পিতা-ময়না মিয়া, (৩) বদরুজ্জামান (৩৬), (৪) কামরুজ্জামান (৩২), উভয় পিতা-ফজর আলী ও (৫) বজলু মিয়া (৪০), পিতা- মৃত ফয়জুল মিয়া, সর্ব সাং-শিমুলবাক, থানা- শান্তিগঞ্জ, জেলা- সুনামগঞ্জকে আসামী করে শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের দায়েরের প্রেক্ষিতে আওয়ামীলীগের দোসররা এসব ধান লুটপাঠের ঘটনা ঘটায়। অবিলম্বে এই সমস্ত হামলাকারী আওয়ামীলীগের দোসরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আকরাম আলী জানান, ইতিমধ্যে জাহাঙ্গীর আলমের পরিবার থেকে অভিযোগ পূর্বেই দায়ের করা হয়েছে এবং প্রশাসন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্হা নিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com