দিনাজপুরের নবাবগঞ্জ থানার উদ্যোগে বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এর আওতায় ২৪ মে রাত ১২:৩০ থেকে সকাল ৬:০০ পর্যন্ত অভিযান পরিচালনা করে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল ওহাব (২৪), যিনি নবাবগঞ্জ থানায় ৩০২/৩৪ ধারায় দায়েরকৃত একটি মামলার আসামি। এছাড়া নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ কবির চৌধুরী @ প্রিন্স (৫২), ছাত্রলীগের হেলমেট বাহিনীর সদস্য ও বিভিন্ন পদে থাকা রিপন চন্দ্র রায়, কামরুজ্জামান এবং যুবলীগের নেতা মোঃ আবুল বাশার @ রানা, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুস ছগিরসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ-০৮/০১/২০২৫ খ্রিঃ, ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/১১৪ পেনাল কোড এবং ৩/৪/৬ The Explosive Substances Act, 1908 অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অভিযানে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
Leave a Reply