সাভারের ব্যাংক কলোনি এলাকায় মো. শাহীন (২৬) নামের এক পরিবহন মিস্ত্রিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসান (৫০) কে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোতাছিম বিল্লাহ।
গত ২৯ মে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনে শাহীনকে গুলি করে পালিয়ে যান মেহেদী। পরে নিহতের স্ত্রী মারিয়া আক্তার অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর তদন্তে নামে পুলিশ ও র্যাব। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় হত্যাকারীকে শনাক্ত করা সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহীন একটি গ্যারেজে পরিবহন রং মিস্ত্রির কাজ করতেন। সেখানেই নিয়মিত মাদক ও জুয়ার আসর বসতো, যেখানে মেহেদীর উপস্থিতি ছিল নিয়মিত। এক পর্যায়ে শাহীনের সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়, যার জেরে শাহীনকে গুলি করে হত্যা করা হয়।
এ বিষয়ে সাভারের এক বাসিন্দা জানান, ১৯৯২ সালেও মেহেদীর বিরুদ্ধে এক হত্যাকাণ্ডের অভিযোগ ছিল। সেই সময় এক ব্যক্তিকে মাথায় গুলি করে হত্যা করলেও মামলার আপসের মাধ্যমে দায় থেকে মুক্তি পান তিনি।
গ্রেফতার মেহেদীর ভাই জাহিদ হাসান বলেন, “আমার ভাই হত্যার সঙ্গে জড়িত কি না জানি না, তবে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্য এবং সাভার প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন।”
সাভার মডেল থানার এসআই মোতাছিম বিল্লাহ জানান, গ্রেফতার মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী মেহেদী হাসান নিজেই।”
এ ব্যাপারে সিপিসি-২, র্যাব-৪ এর উপ-পরিচালক মেজর জালিস মাহমুদ খাঁনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
পুলিশ ও র্যাব জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
Leave a Reply