মোংলা বন্দরের অবৈধ স্থাপনা উচ্ছেদ নোটিশের প্রতিবাদে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উচ্ছেদ ঠেকানোর দাবিতে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পৌরশহরে বিক্ষোভ মিছিল করে কয়েকশ শ্রমিক। পরে বেলা ১১ টায় পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আমরা শ্রমিকেরা বন্দরের জায়গায় বসবাস করে আসছি। আমরা বন্দরের শ্রমিকের কাজ করি, আমরা কাজ না করলে বন্দর অচল হয়ে পড়বে। তাই আনাদের পুনবার্সনের ব্যবস্থা না করে উচ্ছেদের চেষ্টা করলে আমরা প্রান দিয়ে হলেও তা মোকাবেলা করবো। এসময় বক্তারা জাহাজে শ্রমিকের কাজ বন্ধ করে বন্দর অচল করে দেওয়ার হুমকি দেন।বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বন্দরে কর্মরত শ্রমিক কর্মচারী সহ অন্যান্য পেশার অবৈধ দখলদাররা অংশ নেন। প্রসঙ্গত, মোংলা বন্দর কতৃপক্ষের মাস্টারপ্লান বাস্তবায়নে অবৈধ দখলে থাকা ভুমি উদ্ধার জরুরী হয়ে পড়েছে। তাই ২৫ মের মধ্যে বন্দরের বিভিন্ন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ করছে বন্দরের সম্পত্তি শাখা।
Leave a Reply