মুলাদী উপজেলা সমিতি ঢাকার আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সুলতান আহমেদ এফসিএসহ সকল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আগামী ২৪ মে ২০২৫, শনিবার ঢাকার ১৫/২ তোপখানা রোডস্থ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, পরিবহন কমিশনার মোঃ খায়রুল কবীর মেনন। সভাপতিত্ব করবেন মুলাদী উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা। উক্ত অনুষ্ঠান সফল করতে সকলকে অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ কাজী ইকবাল হোসেন চৌধুরী।
Leave a Reply