শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার একটি পাহাড়ি এলাকা থেকে ৭৩৬ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর একটি দল। জামালপুর ক্যাম্প (সিপিসি-১) এর সদস্যরা আজ ভোরবেলা এ অভিযান চালান।
র্যাব সূত্রে জানা গেছে, ২৩ মে শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামের পাহাড়ের পাশের একটি নির্জন এলাকায় মাদক ব্যবসায়ী ভারতীয় মদ বিক্রির জন্য অপেক্ষা করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে, ধাওয়া করে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. নাছির মিয়া (৪২), পিতা- আফজাল হোসেন। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মানিকচাঁন পাড়া গ্রামে।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৭৩৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৮৬ হাজার টাকা। এসব মদ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে দেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
র্যাব জানিয়েছে, আটক নাছির মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আগেও মাদক সংশ্লিষ্ট অভিযোগ ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মাদক পাচার ও বিপণন চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব-১৪।
ঘটনার বিষয়ে জানতে চাইলে র্যাব-১৪ এর একজন কর্মকর্তা বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবেশ ঠেকাতে আমাদের নিয়মিত অভিযান চলছে। জনগণের সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে আমরা এই ধরনের অভিযান আরও জোরদার করব।”
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply