২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয় একটি বৃত্তি পরীক্ষা, যা অনুষ্ঠিত হয় ধামরাইয়ের খরারচর এলাকার প্রফেসর ডঃ এম এ মান্নান কলেজে। শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে এই পরীক্ষার শুভ উদ্বোধন হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ এম এ মান্নান কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ আখতার স্যার, অধ্যাপক জনাব মোঃ বাদল স্যার, অধ্যাপক জনাব মোঃ শহিদুল স্যার এবং অন্যান্য অধ্যক্ষরা এবং কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উপদেষ্টা জনাব মোঃ আফাজ উদ্দিন স্যার, রোয়াইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মজিদ স্যার । এছাড়াও উপস্থিত ছিলেন ফরিংগা স্কুল এন্ড কলেজের শিক্ষক জনাব সুকান্ত দাস।
এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেন জনাব প্রফেসর ডঃ এম এ মান্নান স্যার নিজে। পরীক্ষায় অংশ নিতে পেরেছে শুধুমাত্র ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে এক থেকে দশ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হবে।
এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে
প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং উচ্চশিক্ষায় উৎসাহ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকগণ আশা প্রকাশ করেছেন।
Leave a Reply