1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনায় হাত পা বাধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তেরখাদায় ছয়মাস নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কার্যক্রমে স্থবিরতা। স্ত্রীর পরকীয়ার জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা। শেরেবাংলা স্বর্ণপদক পেলেন ডাঃ রুনা, ঈসা ও শিক্ষক মরিয়ম বগুড়ায় আগামীকালের তারন্যের সমাবেশ সফল করার লক্ষে গোবিন্দগঞ্জে প্রচার মিছিল নাগরপুরে নিষিদ্ধ সংগঠন আ’লীগ নেতার বিরুদ্ধে লাখ টাকা প্রতারণার অভিযোগ পদত‍্যাগ নয়, আলাপ-আলোচনার মাধ্যমে সকল পক্ষ সমঝোতামূলক সমাধানে আসুন: এবি পার্টি। দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কচুরিপানায় ঢেকে যাচ্ছে সিংগাইরের ঐতিহ্যবাহী চান্দহর ও নয়ানী কোল কুষ্টিয়ায় প্রবাসীর টাকা আত্মসাৎ এর অভিযোগে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন মুলাদী উপজেলা সমিতি ঢাকার স্মরণসভা শনিবার

খুলনায় হাত পা বাধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার।

👤 মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
🗓️ ২৪ মে, ২০২৫, ৩:৩০ পূর্বাহ্ণ   

খুলনায় হাত পা বাধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫ টার দিকে নগরীর লবনচোরা থানাধীন শিপইয়ার্ড এলাকা থেকে ঔই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সংবাদ জেনে কেএমপির উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের পরিচয় শনাক্তের কারনে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষ টিম কাজ করছে। স্থানীয়রা জানায়, লবনচরা থানাধীন শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মো: মোশাররফ হোসেনের ভাড়াটিয়া আশরাফুল ইসলাম ভোর ৫ টার দিকে কুকুরের ডাক চিৎকারে ঘুম ভেঙে যায়। এসময় তিনি ঔই বাড়ির পেছনের পশ্চিম দিকে তাকিয়ে দেখেন হাত পা বাধা এবং মাথা ও মুখমন্ডল পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় একটি লাশ পড়ে রয়েছে। এমন অবস্থা দেখে তিনি প্রথমে বিষয়টি লাবনচরা থানাকে অবগত করেন। পরবর্তীতে থানা পুলিশকে বিষয়টি অবগত করলে উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা অজ্ঞাত ঔই যুবকের মরদেহ নিয়ে যান। লবনচরা থানার এসআই মো: জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যুবকটির বয়স আনুমানিক ২৭ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রের আঘাত রয়েছে। হাত এবং পা বেধে তাকে প্রথমে জখম করা হয়। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিন মুড়িয়ে শাসরোধ করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত যুবকের পরিচয় জানাযায়নি। পরিচয় শনাক্ত করনে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডির বিশেষ টিমকে অবগত করা হলে তারা কাজ করছেন। তবে যুবকের পরনে নীল রংয়ের জিন্সপ্যান্ট এবং সবুজ রংয়ের টি শার্ট পরা ছিল বলে জানান লবনচরা থানার এই কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com