কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কামালপুর প্রতাবপুর গ্রামের সৌদি প্রবাসী মিঠুন হাসানের টাকা তার বড় ভাই সেলিম রেজা আত্মসাৎ করেছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীর স্ত্রী বৃষ্টি খাতুন।
শুক্রবার দুপুরে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন বৃষ্টি খাতুন। এ সময় বৃষ্টি খাতুন লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী সৌদি আরব প্রবাসী। সৌদি থেকে আমার স্বামী টাকা পাঠালে তার বড়ভাই সেলিম রেজা ইট দিয়ে পাকা বাড়িঘর করা সহ বিভিন্ন কাছে লাগায়। পরে আমি জানতে পারি কৌশলে বাড়ির জমি আমার স্বামীর ভাই সেলিম রেজা তার বাবার কাছে থেকে লিখে নিয়েছে। বিষয়টি জানাজানি হলে তার সকলে মিলে অত্যাচার শুরু করে। আমি প্রতিবাদ করি পরে গত ৩ মে আমাকে বাড়ি থেকে বের করে দেয় । এসময় আমার বাবা মা জানতে পেরে আমার বাড়িতে আসলে আমাকে সহ বাবা মাকে মারধর করে। আমি সহ আমার বাবা মা আহত হয়ে দৌলতপুর হাসপাতালে চিকিৎসা নেই।আমি মামলায় যাওয়ার জন্য প্রস্তুতি নেই কিন্তু স্থানীয় লোকজন বসাবসি করে সমাধান করে দিবে বলে আমাকে মামলা করগে দেই নাই। এখন শুনছি সেলিম রেজাই বাদি হয়ে আমাদের নামে উল্টো দৌলতপুর থানায় মামলা করেছে বিষয়টি তদন্ত করে বিচার চাই আমি।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বৃষ্টি খাতুনের পরিবারের লোকজন ও দৌলতপুর কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক।
Leave a Reply