1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাথা ন্যাড়া করেও রক্ষা পেলেন না রাহুল হত্যার মূল আসামি রাজু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাত পোহালেই পীরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন। জমে উঠেছে প্রচার -প্রচারণা জাতীয় ঐক্যের মধ্যেই সকল সমস্যার সমাধান রয়েছে: এনডিপি চন্দ্রা বনবিটের বন খেকু হাসেম মালিকে অন্যত্র বদলি, অন্যান্যরা বহাল তবিয়াতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম নির্বাচন সম্পন্ন: সভাপতি মিটুল, সাধারণ সম্পাদক সামছুজ্জামান বগুড়া গাবতলীত চকবোচাই সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ আহত ১জন সিংগাইরে তিন ফসলি জমির মাটি কাটার প্রতিবাদ, হামলায় আহত প্রকৌশলী হাসপাতালে সিংগাইরে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু তেরখাদায় ছয়মাস নেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কার্যক্রমে স্থবিরতা। স্ত্রীর পরকীয়ার জেরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা। শেরেবাংলা স্বর্ণপদক পেলেন ডাঃ রুনা, ঈসা ও শিক্ষক মরিয়ম

মাথা ন্যাড়া করেও রক্ষা পেলেন না রাহুল হত্যার মূল আসামি রাজু

👤 মনির হোসেন, সিংগাইর, মানিকগঞ্জ 
🗓️ ২৪ মে, ২০২৫, ১২:৩২ অপরাহ্ণ   

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া গ্রামে কিশোর রাহুল খান (১৭) হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত রাজিব ওরফে রাজু (১৯) শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম জানান, “রাজুকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।”

উল্লেখ্য, গত ১৯ মে সোমবার রাত ৮টার দিকে ধল্লা ইউনিয়নের খাসেরচর কোলপাড় এলাকায় রাহুল খানকে রাজুসহ তার ১২-১৮ জন সহযোগী মিলে নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের দুদিন পর রাহুলের বাবা ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্ত রাজু পুলিশের চোখ ফাঁকি দিতে মাথা ন্যাড়া করে ছদ্মবেশে এলাকা ছাড়লেও শেষ পর্যন্ত রক্ষা পাননি। পুলিশের হাতে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের নানা দিক উদ্ঘাটিত হচ্ছে, যদিও তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী এখনই বিস্তারিত জানাতে অপারগ।

গ্রেপ্তার হওয়া রাজুর বাড়ি সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল গ্রামে। বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তিনি খাসেরচরের নানা মোসলেম উদ্দিনের বাড়িতে থাকতেন এবং সেখান থেকেই কিশোর গ্যাং গড়ে তোলেন। এই গ্যাংয়ের সর্বশেষ মিশন ছিল পরিকল্পিতভাবে রাহুলকে হত্যা করা।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম-২ জানান, “এ পর্যন্ত রাজুসহ এজাহারভুক্ত চারজন এবং সন্দেহভাজন আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com