1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে সরকারি ১৬ টন চাল উদ্ধার, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে সরকারি ১৬ টন চাল উদ্ধার, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি খুবিতে ২ কোটি ৫ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরন। নুরুল হক নূরের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগে ডিএনসিসির প্রতি প্রতিবাদ ও উদ্বেগ কয়রার গ্রাম আদালত বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষন বিএসএফ কর্তৃক চারজন বাংলাদেশী নাগরিককে পুশইন এবং বিজিবি কর্তৃক আটক। গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখার উদ্বোধন রুপসায় দেড় কেজি গাজা সহ গ্রেফতার ২ জন। সাবেক এমপি মমতাজ বেগম ৬ দিনের রিমান্ডে, আদালত চত্বরে ডিম-জুতা নিক্ষেপ শিক্ষকদের অনাস্থা ও আন্দোলনের মুখে কুয়েটের অন্তবর্তীকালীন উপাচার্যের পদত্যাগ। “জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে চট্টগ্রাম  বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে”

সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে সরকারি ১৬ টন চাল উদ্ধার, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

👤 নিজস্ব প্রতিবেদক
🗓️ ২২ মে, ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ   

নাটোরের সিংড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে রাতের আঁধারে জব্দ হয়েছে বিপুল পরিমাণ সরকারি চাল। বুধবার (২১ মে) রাত ৮টার দিকে সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে “খাদ্য অধিদপ্তর” লেখা সংযুক্ত দুটি ট্রাক থেকে মোট ১৬ টন ২১০ কেজি সরকারি চাল জব্দ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জব্দকৃত চালগুলো “কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)” প্রকল্পের আওতায় বরাদ্দকৃত। এই প্রকল্পের আওতায় শ্রমিকদের নগদ অর্থের পরিবর্তে চাল দেওয়ার কথা থাকলেও, প্রকল্প সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যরা স্থানীয় প্রশাসনকে অবহিত করে চাল বিক্রি করে দেন, যা সম্পূর্ণ বেআইনি। শ্রমিকদের অর্থ প্রদান করলেও, সরকারি চাল কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, কিছু অসাধু চাল ডিলার কৌশলে চাল উত্তোলন করে তা গুদামজাত বা বিক্রি করে দেন। উদ্ধারকৃত চাল সিংড়া থেকে বড়াইগ্রামের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিংড়া উপজেলার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী মো. বাবুল হোসেন বাবু (বাবু কমিশনার)। তিনি দাবি করেন, “নিয়ম অনুযায়ী চাল ক্রয় করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। আমরা আইনগতভাবে চাল ছাড়িয়ে আনার চেষ্টা করছি।”

সরকারি খাদ্যশস্যের এই ধরনের পাচার ও বিক্রয় শুধু দুর্নীতির বহিঃপ্রকাশ নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com