খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব উন্নয়ন বাজেটের আওতায় গবেষণা প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত অর্থের তৃতীয় পর্যায়ের চেক হস্তান্তর করা হয়েছে। আজ ২২ মে সকাল ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষনাগারের সন্মেলন কক্ষে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ৪০ টি গবেষণা প্রক্লল্পের অনুকুলে ২ কোটি ৫ লাখ ৪৯ হাজার টাকার চেক বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে গবেষকদের হাতে চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর গবেষণার পরিমান ও গুনগত মান বৃদ্ধি পাচ্ছে। গবেষণার বরাদ্দ ও ক্রমাগত বাড়ছে, যা একটি ইতিবাচক অগ্রগতি। বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনেই এখন গবেষণার পর্যাপ্ত সুযোগ রয়েছে। তিনি বলেন, আমাদের গবেষকদের অনেক গবেষণা আন্তর্জাতিক মানসম্পন্ন। এসব গবেষণার শোকেসিং হলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরোও উজ্জ্বল হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান। তিনি বলেন, উন্নত বিশ্বে শিক্ষা ও গবেষণায় বরাদ্দ অনেক বেশি। আমাদের সীমিত সম্পদের মাঝেও গবেষকরা যে মানসম্পন্ন গবেষণা করছেন, তা প্রশংসনীয়। দেশের খাদ্য সয়ংসম্পুর্নতা অর্জনে কৃষি গবেষণার ভুমিকার ভুয়সী প্রশংসা করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নুরুন্নবী। তিনি গবেষণায় বরাদ্দকৃত অর্থের যথাযত ব্যবহার, গবেষণা প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন এবং যথা সময়ে এর সমন্বয় প্রদান বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন, গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম। বরাদ্দপ্রাপ্ত গবেষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, গনিত ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার ফিরোজ আহম্মেদ ও সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রভাষক নিশানা আফরিন নিশু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply