নাটোরের সিংড়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে রাতের আঁধারে জব্দ হয়েছে বিপুল পরিমাণ সরকারি চাল। বুধবার (২১ মে) রাত ৮টার দিকে সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে “খাদ্য অধিদপ্তর” লেখা সংযুক্ত দুটি ট্রাক থেকে মোট ১৬ টন ২১০ কেজি সরকারি চাল জব্দ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গেছে, জব্দকৃত চালগুলো “কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)” প্রকল্পের আওতায় বরাদ্দকৃত। এই প্রকল্পের আওতায় শ্রমিকদের নগদ অর্থের পরিবর্তে চাল দেওয়ার কথা থাকলেও, প্রকল্প সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যরা স্থানীয় প্রশাসনকে অবহিত করে চাল বিক্রি করে দেন, যা সম্পূর্ণ বেআইনি। শ্রমিকদের অর্থ প্রদান করলেও, সরকারি চাল কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, কিছু অসাধু চাল ডিলার কৌশলে চাল উত্তোলন করে তা গুদামজাত বা বিক্রি করে দেন। উদ্ধারকৃত চাল সিংড়া থেকে বড়াইগ্রামের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিংড়া উপজেলার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী মো. বাবুল হোসেন বাবু (বাবু কমিশনার)। তিনি দাবি করেন, “নিয়ম অনুযায়ী চাল ক্রয় করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। আমরা আইনগতভাবে চাল ছাড়িয়ে আনার চেষ্টা করছি।”
সরকারি খাদ্যশস্যের এই ধরনের পাচার ও বিক্রয় শুধু দুর্নীতির বহিঃপ্রকাশ নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল।
Leave a Reply