মোঃ আব্দুল কাদির রাজু, সিলেট : ১৯/৫/২০২৫ রাতে ৮ ঘটিকায় সিলেট শহরে একটি অভিজাত হোটেলে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার সদস্য কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলার সভাপতি বাবুল খাঁন মুন্না সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ক্রাইম পেট্রোল ভিডি সিলেটের ব্যুরো চিপ কামাল খাঁন। আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল খাঁন বলেন সকল সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব। আমি আমার অবস্থান থেকে সিলেট জেলা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সকল সদস্যকে সাংবাদিকতা মহৎ পেশা কাজ করার জন্য সহযোগিতা করব। এবং ক্রাইম পেট্রোল বিডি দুই উপজেলার সদস্য কার্ড বিতরণে তাদের উদ্দেশ্যে বলেন বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমার পক্ষ থেকে অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে বাবুল খান মুন্না বলেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখব, জুলাই আগস্টের সকল শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন জেলা সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ সার্জন , জেলার প্রচার সম্পাদক আব্দুল কাদির রাজু, কুলাউড়া উপজেলার সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সদস্য অমিত মল্লিক, এসময় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি জুবায়ের আহমেদ, স্বপন মালাকার, অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলার সহ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ।
Leave a Reply