মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খালপাড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম রাহুল ইসলাম খান (১৫)। সে ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খানের ছেলে। রাহুল স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহুল কয়েকজন বন্ধুকে নিয়ে খালপাড়-খাসেরচর এলাকার একটি ফাঁকা স্থানে গল্প করছিল। এ সময় পার্শ্ববর্তী কামুড়া গ্রামের কয়েকজন কিশোর গ্যাং সদস্য পূর্ব বিরোধের জের ধরে তাদের উপর হামলা চালায়। সবাই পালিয়ে গেলেও রাহুল হামলাকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাহুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে দুইজনকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
রাহুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply