দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবপুর মাদ্রাসার মোড় এলাকায় ব্রিজ নির্মাণকাজে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সাম্প্রতিক টানা বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্যচাষি মো. হাবিবুর রহমান ও এলাকার বহু কৃষক।
হাবিবুর রহমান জানান, তিনি ৮টি পুকুরে মাছ চাষ করতেন। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সব পুকুর প্লাবিত হয়ে প্রায় ৩৫ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। পাশাপাশি তার ২৫ একর জমির পাকা ধানও তলিয়ে যায়।
এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তার আশ্বাস দেন।
এলাকার কৃষকরাও জানান, তারা কয়েক একর জমির ধান হারিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণে পরিবেশগত ঝুঁকি বিবেচনায় না নেওয়ায় এমন ক্ষতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ক্ষতিপূরণ ও সুষ্ঠু পদক্ষেপের দাবি জানিয়েছেন।
Leave a Reply