সাভারে অবস্থিত সরকারি ‘ডেইরী ফার্ম’ বর্তমানে নিরাপত্তাহীনতার মুখে পড়েছে, কারণ নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা নিজেরা ডিউটি না করে বদলি লোক দিয়ে দায়িত্ব পালন করাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে অরক্ষিত ও অনিয়মের আশ্রয়স্থল।মাঝে মধ্যেই হচ্ছে প্রতিষ্ঠানের মূল্যবান জিনিস পত্র চুরিসহ ডাকাতির ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একাধিক কর্মচারী নিজেরা কর্মস্থলে উপস্থিত না থেকে বহিরাগত বা পরিচয়বিহীন লোকদের দিয়ে ডিউটি করিয়ে আসছেন। এতে নিরাপত্তা তো বিঘ্নিত হচ্ছেই, পাশাপাশি ফার্মের অভ্যন্তরীণ তথ্য ও সম্পদের ঝুঁকিও বেড়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “যাঁরা সরকার থেকে বেতন নিচ্ছেন, তাঁরা নিজেরা কাজ না করে বাইরের লোক দিয়ে কাজ করাচ্ছেন—এটা দায়িত্বহীনতা এবং অনৈতিক কাজ। এসব কাজের সাথে জড়িত রয়েছে কিছু অসৎ কর্মকর্তা।
এই বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply