প্রতিবছর বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে নিয়োগের আগে মাঠে একটি প্রতারক চক্র কাজ করে। তাদের আচার ব্যাবহারে মুগ্ধ হয়ে প্রতারিত হয় গ্রামের সহজ সরল মানুষ। প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয় তারা। এবছর এমন ঘটনা ঘটার আগেই পুলিশ এবং নৌবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনি সোমবার রাত ১২ টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার হোটেল সুইফট থেকে ৯ জন প্রতারককে গ্রেফতার করেছে। এসময় ৩৮ জন চাকরি প্রত্যাশিকে উদ্ধার করা হয়। ভোররাতে তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। পরে প্রতারিত হতে যাওয়া ব্যক্তিদের পরিবারের জিন্মায় পুলিশ ছেড়ে দেয়। গ্রেফতার হওয়া প্রতারক হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিসাতপুর এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে আশিকুর রহমান, একই উপজেলার বাসিন্দা মহিষকুন্ডু গ্রামের বাসিন্দা শাকিল আহমেদ, চক গ্রামের বাসিন্দা আরজ আলীর ছেলে মো: আলহাজ্ব আলী, চুয়া মল্লিক পাড়ার বাসিন্দা নয়ন আলী, ফরিদপুর জেলার রাজবাড়ি উপজেলার ঘোষবাড়ির বাসিন্দা রেজাউল মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল, মেহেরপুর উপজেলার গংনী উপজেলার হাড়ভাঙা এলাকার বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে মোসতাকিম, বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার রেজাউল করিমের ছেলে রিয়াজ মোল্লা, রাজশাহীর বাগমারা উপজেলার কালিকাপুর এলাকার বাসিন্দা তেয়ব আলীর ছেলে আমিরুল ইসলাম এবং কুস্টিয়া উপজেলার পদমাফিয়া এলাকার বাসিন্দা আ: বারীর ছেলে শামীম ইসলাম। সোনাডাঙ্গা থানার এস আই আব্দুল হাই বলেন, মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী তিতুমীর খুলনার খালিশপুরে নিয়োগ মাঠ আছে। এ পরিক্ষাকে কেন্দ্র করে একটি প্রতারক চক্র খুলনা সহ অন্যান্য বিভাগ এবং জেলা থেকে চাকুরি প্রত্যাশিদের প্রলোভন দেখাতে থাকে। এসকল প্রতারক তাদের কাছ থেকে মোটা অংকের টাকাও নিয়ে থাকে। সোমবার রাতে তাদের কাছ থেকে তারা মোটা অংকের টাকাও দাবি করে। তার পদক্ষেপ হিসেবে চাকরি প্রত্যাশিদের নিকট থেকে প্রতাতকরা মোবাইল ফোনও কেড়ে নেয়। তিনি আরো বলেন নৌবাহিনী খুলনার তিতুমীর পরিক্ষা আছে বলে ৩ দিন আগে সোনাডাঙ্গা আবাসিক এলাকার হোটেল সুইফটের ৩ টি কক্ষ ভাড়া নেয় তারা। আমরা অনেক আগে বিষয়টি আচ করতে পেরেছিলাম। কিন্তু নৌবাহিনী প্রতারিত হওয়ার আগে ঔই হোটেলে অভিযান চালিয়ে ৯ জন প্রতারককে গ্রেফতার এবং ৩৮ জন চাকুরি প্রত্যাশিকে উদ্ধার করে। এসময় প্রতারকদের কাছ থেকে ৫ টি মোবাইল ফোন, ১০০ টাকা মুল্যের ৩৬ সেট স্টাম্প এবং কয়েকটি ব্লানক চেক উদ্ধার করা হয়। নৌবাহিনীতে চাকুরি দিয়ে ৯- ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার টার্গেট ছিল তাদের। তিনি বলেন, ভোররাতে নৌবাহিনীর সদস্যরা ৯ জন প্রতারককে থানায় হস্তান্তর করেন এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, বানৌজা পিও( আর) মো: আরিফুল ইসলাম।
Leave a Reply