1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হেতিমগঞ্জের কতোয়ালপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চার শতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নৌবাহিনীতে চাকুরি দেওয়ার নামে প্রতারণা : ৩৮ প্রার্থী উদ্ধার, ৯ প্রতারক গ্রেফতার। মুলাদীর প্রাণের জয়ন্তী নদী অবৈধ দখলদারীদের দখলে। সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না: বিএমএসএফ হেতিমগঞ্জের কতোয়ালপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চার শতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা নিহত ১ কুয়েট ভিসিকে শিক্ষকদের ২৪ ঘন্টা আল্টিমেটাম। আগৈলঝাড়ায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত  যুক্তরাষ্ট্রে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির শহীদ জিয়ার আদর্শ লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে শিবপুরে জলাবদ্ধতায় মাছ-ধানের ব্যাপক ক্ষতি আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্পের গণশুনানি কর্মশালা অনুষ্ঠিত: টেকসই সেচ ব্যবস্থায় সম্ভাবনার দ্বার উন্মোচন

হেতিমগঞ্জের কতোয়ালপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চার শতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান

👤 মোঃ শাহীন আলম, সিলেট মহানগর প্রতিনিধি
🗓️ ২১ মে, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ণ   

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর পরিচালনায় ও আপলিফট ইউ, ডালাস ইউনাইটেড এসোসিয়েশন এবং ডিএমভি স্পোর্টস কাউন্সিল এর যৌথ অর্থায়নে দিনব্যাপী দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষিপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কতোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন ইউএসএস এর কমিউনিটি লিডার অব ডিএমডি মোস্তাক হোসেইন ও গ্রেটার হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের প্রতিষ্টাতা মো. আমিনুর রশিদ মাসুদ।
অনুষ্ঠানে ফ্রি চক্ষু সেবা প্রদান করেন সিলেট ক্যাকো সেন্টারের এম.বি.বি.এস (এনই এমসি) ডা: এ কে এম শাহ রিয়াদ, বেগম রোকেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ও সিলেট ফ্যাকো সেন্টারের ডা. লিমন বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন নাজমুল হাসান ইমরান ও কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক কামাল উদ্দিন বেলাল, আলি আহমদ লিপু, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার জালাল আহমদ, সমাজসেবক ফাহাদ আহমদ, শিপাক হোসাইন, কামরুল আহমদ, দিদার আহমদ, শামসুল হক জুন্নাহ, খালেদ আহমদ, মুনতাজুর রহমান নাফি, আল আহবাব, তুহিন আহমদ, মারওয়ান আহমদ, সিজান আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের একটি বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দল গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, ঔষধ ও চশমা প্রদান এবং ছানি পড়া রোগীদের নির্নয় করেন। ক্যাম্পে প্রায় ৩৫০ জনের অধিক রোগীকে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তরা বলেন, আর্ত মানবতার কল্যাণ ও চিকিৎসা সেবায় প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডসের সেবা ও সহযোগীতা পেয়ে দরিদ্র জনগোষ্ঠী প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় কতোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র ও সুবিধা বঞ্চিত কয়েক শতাধিক মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন, যা একটি মহতী ও মানবিক উদ্যোগ।
বক্তারা বৃহত্তর হেতিমগঞ্জ হেল্পিং হ্যান্ডস চিকিৎসা সেবাসহ মানবসেবামূলক কাজ অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com