পড়াশোনার পাশাপাশি বাবা-মাকে সহযোগিতা করতে গিয়েছিল ১৪ বছর বয়সি আব্দুল্লাহ্ তাহের। পরিবারের অভাব ঘোচাতে শিশুসুলভ স্বপ্ন গুছিয়ে হাতে তুলে নেয় মাছ ধরার জাল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই যাত্রাই হয়ে গেল তাহেরের জীবনের শেষ যাত্রা।
খালে নেমে পানির অতিরিক্ত শ্রোতে তলিয়ে যায় সে। দীর্ঘ ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ রয়েছে তাহের। স্থানীয়রা ও উদ্ধারকারী দল চেষ্টা চালিয়ে গেলেও পাওয়া যায়নি তার কোনো খোঁজ।
অপরদিকে, প্রিয় সন্তানের খোঁজ না পেয়ে আহাজারিতে ভেঙে পড়েছেন তাহেরের স্বজনরা। তাদের হৃদয়বিদারক কান্নায় ভারি হয়ে উঠেছে পোকখালী ঘোমাতলী এলাকার আকাশ-বাতাস। এক শিশুর অকাল বিদায়ে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply