ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিম বঙ্গের চব্বিশ পরগোনা জেলার বিভিন্ন এলাকা থেকে তিনজন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে রহড়া থানা পুলিশ। পরে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। রোববার ১৯ মে ব্যারাকপুর মহকুমা আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন, মজনু গাজী ও কামাল শেখ খুলনার বাসিন্দা। তবে মেহেদী হাসানের বাড়ির ঠিকানা জানাযায়নি। তাদের পাঁচ দিন ধরে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। প্রথমে রহড়া এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পরবর্তীতে কলকাতার নিউটাউন লস্কর পাড়া এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফরেনার্স এ্যাক্ট ১৪ ধারায় মামলা করা হয়েছে। এ মামলায় রোববার তাদের আদালতে পাঠানোর সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানাযায়, তিনজনই বাংলাদেশের সাবেক ক্ষমতাক্ষমতাসীন দল আওয়ামীলীগের সক্রিয় কর্মী। কামাল শেখ জানান, তিনি খুলনার বেদকাশি ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। বাকী দুজনও আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত বলে সীকারোক্তি দিয়েছেন পুলিশের কাছে। গত বছরের ৫ আগষ্ট আওয়ামিলীগ সরকার পতনের পর তারা ৮ আগষ্ট সিমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পরবর্তীতে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে রাজ্যটির ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অধিনে রহড়া থানার অন্তগত বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন। যদিও শেষ রক্ষা হয়নি তাদের।
Leave a Reply