মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে ফেরীতে তাস দিয়ে জুয়া খেলার সময় ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টা ৫ মিনিটের সময় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে অবস্থানরত ভাষা শহীদ বরকত নামের একটি ফেরীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শিবালয় থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনায় অংশ নেন এসআই মো. মাসুদ রানা, এসআই আতিয়ার রহমান এবং সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে ফেরীর নির্দিষ্ট একটি অংশে তাস দিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয় ৫ জুয়াড়িকে। তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় জুয়া খেলার তাস ও নগদ ১ হাজার ৮৩৫ টাকা।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিয়মিতভাবে টাকার বিনিময়ে তাস খেলে জুয়া খেলছিলেন, যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি কে এম নজরুল ইসলাম বলেন, “পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এ ধরনের অভিযান চালানো হচ্ছে। জুয়ার মতো সমাজবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”
উল্লেখ্য, মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী সাধারণের নিরাপ।
Leave a Reply