খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভুমির প্রধান সম্পাদক লে: কমান্ডার অব: রাশেদ ইকবালের মাতা শাহানা ইকবাল ( ৮৫) বার্ধক্যজনিত কারনে ঢাকার সিএমএইচে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মরহুমার তিন সন্তানের মধ্যে দুই মেয়ে প্রবাসী। আগামী ২১ মে বাদ আসর নেভাল হেড কোয়ার্টার মসজিদে জানাযা শেষে বনানীর সামরিক কবর স্থানে দাফন করা হবে। শাহানা ইকবালের সামী কর্নেল মো: ইকবাল ১৯৯৫ সালে মৃত্যবরন করেন। শাহানা ইকবাল শিল্পানুরাগী ছিলেন। নিজে তৈলচিত্র আকতেন। তিনি উওরা লোডিসক্লাবের সন্মানিত সদস্য ছিলেন। দৈনিক জন্মভুমির প্রধান সম্পাদকের মাতার ইন্তেকালে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনার স্থানীয় পত্রিকার সম্পাদক, সাংবা
Leave a Reply