সভায় এস.এ জিন্নাহ কবির বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা জনগণের সামনে উপস্থাপন করে নেতাকর্মীদের তৃণমূলে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী এখনো ষড়যন্ত্র করছে—নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে বিএনপির জন্য এক বিশাল যুদ্ধ অপেক্ষা করছে। সেই যুদ্ধে বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।”
বক্তৃতায় তিনি অভিযোগ করেন, “বিএনপি নামধারী কিছু আওয়ামী এজেন্ট এই প্রচার সভা বানচালের ষড়যন্ত্র করেছিল। কিন্তু আজকের জনস্রোত প্রমাণ করে, সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। গত ১৭ বছর তারা দলের কোনো কর্মসূচিতে অংশ নেয়নি, বরং আওয়ামী লীগে গিয়ে সুবিধা ভোগ করেছে। এখন আবার বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত।”
তিনি আশা প্রকাশ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার গড়া বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে জনগণ সরকার গঠনের সুযোগ দিলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হবেন।
প্রচার সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফেরদৌস রহমান,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মো. মীর মানিকুজ্জামান মানিক, জেলা কৃষকদলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জানে আলম, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও আব্দুল মোমিন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. রাজা মেম্বার, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মাহিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান, সদস্য সচিব সাইফ ছানোয়ার, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শওকত আলীসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতাকর্মীরা লিফলেট বিতরণে অংশ নেন এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘরে ঘরে গিয়ে প্রচার চালানোর আহ্বান জানানো হয়।
Leave a Reply