1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুরে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ: নারী ও কন্যাকে মারধর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হিলিতে সরকারিভাবে চলতি মৌসুমের বোরো ধান, চাল সংগ্রহ শুরু। মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত গৌরনদীতে বিএনপি নেতাকে কুপিয়ে জখম আশুলিয়ায় সরাসরি গণশুনানি দালালদের মাথায় হাত গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শিবগঞ্জে এনজিও মালিকের মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানবন্ধন বাগেরহাট ইনিষ্টিটিউট অব মেরিন টেকনোলজিতে তালা ঝুলিয়ে শাটডাউন ঘোষনা শিক্ষার্থীদের জমি নিয়ে বিরোধ নাগরপুরে বিএনপি নেতার হামলায় ১ জন নিহত আহত ৪ নির্বাচিত সরকার ক্ষমতায় না থাকলে জনগনের দুর্ভোগ পোহাতে হয়। রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত” ৫ শতাধিক মানুষের মাঝে চক্ষু সেবা প্রধান

গাজীপুরে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ: নারী ও কন্যাকে মারধর

👤 শাহাদাৎ হোসেন সরকার
🗓️ ১৯ মে, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ    / ২২১ দেখেছেন

গাজীপুর মহানগর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় একদল সশস্ত্র লোকের হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত।

অভিযোগ রয়েছে, পূর্বশত্রুতার জের ধরে উল্লেখিত অভিযুক্তরা স্কয়ার টেক্সটাইল সংলগ্ন বাসায় ঢুকে নারী ও শিশুকে নির্যাতন করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে।

৯ মে রাত আনুমানিক ৮:১৫টার দিকে মোছাঃ রোজিনা বেগম (৩২) ও তার ১৪ বছর বয়সী কন্যা মোসাঃ ফাতেমার বাড়িতে মোঃ তোফাজ্জল হোসেন মুন্সির নেতৃত্বে ৮-১০ জন সশস্ত্র লোক হামলা চালায়।

তারা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে রোজিনা ও তার কন্যাকে মারধর করে, যা থেকে তাদের শরীরে নীলচিহ্ন ও জখমের সৃষ্টি হয়।

এসময় অভিযুক্তরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

হামলাকারীরা রোজিনার শোবার ঘরের ওয়ার ড্রয়ার থেকে ৬০ হাজার টাকা নগদ এবং স্টিলের আলমারি থেকে তার কন্যার ২ ভরি স্বর্ণের লংকার (বাজার মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা) চুরি করে।

এছাড়া, মোঃ জাকির হোসেন নামের একজন রোজিনার গলার ১ ভরি ২ আনার স্বর্ণের চেইন (মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা) কেড়ে নেয়।

২নং অভিযুক্ত মোঃ সোহরাব হোসেন মোল্লা রোজিনার জামাকাপড় ছিঁড়ে ফেলে তার শ্লীলতাহানির চেষ্টা করে। প্রতিবেশী মোঃ রাহাদ হোসেন (৩৫) ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

রোজিনা ও তার কন্যাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় ফার্মেসিতে নেওয়া হয়। তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। রোজিনা জানান, “আমরা বিবাদীদের ভয়ে আতঙ্কে থাকছি। পুলিশ যেন দ্রুত ব্যবস্থা নেয়।”

এবিষয়ে তোফাজ্জল হোসেন মুন্সির সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি,

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”

স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com