খুলনা সিটি করপোরেশন পরিচালিত নগরীর জোড়াগেটে পশুর হাটের উদ্ধোধন হবে আগামী ১লা জুন। আজ ১৯ মে বেলা সাড়ে ১১ টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে পশুরহাট পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পশুরহাট পরিচালনা কমিটির আহবায়ক ও কেসিসির সচিব শরীফ আসিফ রহমান। সভায় ক্রেতা বিক্রেতাদের খরতাপ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে একাধিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, জাল টাকা সনাক্তের সুবিধা, পর্যাপ্ত পানীয় ও জলের ব্যবস্থা, সাস্থ্যকর টয়লেট স্থাপন, হাটে আগত ক্রেতা বিক্রেতা ও পশুর চিকিৎসার জন্য পৃথক সাস্থ্য কেন্দ্র স্থাপন, অবৈধ পশুরহাট উচ্ছেদ কার্যকর ব্যবস্থা গ্রহণ, হাটের পরিবেশ, পরিচচ্ছন্ন রাখা সহ ঈদের দিন পশু বর্জ্য দ্রুত অপসারণের প্রযোজনীয় ব্যবস্থ্যা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রশাসনের সহায়তায় ক্রেতা – বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন সহ ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক হাটের তদারকি সহ পুলিশ কন্টোলরুম স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, র্যাব-৬ এর ডিএডি, মোহাম্মাদ নজরুল ইসলাম, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর নির্বাহী প্রকৌশলী এইচ এম ফরহাদ হোসেন, জেলা প্রানী সম্পদ অফিসের কর্মকর্তা ডা: সুমনা তানজুম পায়েল, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা ওয়াসার সহকারী শেখ মারুফুল হক সদর থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, কেসিসির নির্বাহী প্রকৌশলী শেখ মাসুদ করিম, কঞ্জারভেন্সি অফিসার প্রকৌশলী মো: আনিনুর রহমান, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান হাফিজ, কালেক্টেট অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্লা, ভেটেনারিরী সার্জন ডা: পেরু গোপাল বিশ্বাস, বাজার সুপার শেখ শফিকুল হাসান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, আইসিটি ম্যানেজার সেখ হাসান হাসিবুল হক, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, স্টোর কিপার উজ্জল কুমার সাহা, নিরাপত্তা সুপার আলমগীর কবীর বিশ্বাস সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply