সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের উদ্যোগে সাপ্তাহে দুইদিন গণশুনানির মাধ্যমে সরাসরি ভূমি সেবা প্রদান করা হচ্ছে। এ পদ্ধতিতে দালাল নিয়ন্ত্রণে শতভাগ সফলতা অর্জিত হয়েছে বলে দাবি করেছেন তিনি। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই গণশুনানিতে স্থানীয় জনগণ সরাসরি নিজেদের নামজারী করতে পারছেন এবং নামজারী সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। এতে সাধারণ মানুষকে আর দালালদের উপর নির্ভরশীল হতে হচ্ছে না। এসি ল্যান্ড সাদিয়া আক্তার জানান, “গণশুনানির মাধ্যমে আমরা ভূমি সেবাকে আরও স্বচ্ছ ও সহজলভ্য করেছি। মানুষ এখন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত সেবা পাচ্ছেন। দালালদের কারণে আগে যেসব সমস্যা হতো, তা এখন প্রায় শূন্যের কোঠায়।” তিনি আরও উল্লেখ করেন যে, দালালদের দৌরাত্ম্য রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জনসচেতনতা বৃদ্ধি, ভূমি অফিসে কঠোর নজরদারি এবং দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, আগে নামজারী বা ভূমি সংক্রান্ত যেকোনো কাজে দালালদের খরচ ও হয়রানির শিকার হতে হতো। এখন সরাসরি অফিসিয়াল সেবা পাওয়ায় তাদের সময় ও অর্থ দুটোই বাঁচছে। ভূমি সেবাকে আরও জনবান্ধব করতে এ ধরনের গণশুনানি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সাদিয়া আক্তার। তার এই পদক্ষেপ স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ভূমিকা রাখবে বলে স্থানীয়দের বিশ্বাস।
Leave a Reply