দু’ ফোটা চোখের জল
অথবা দীর্ঘ নিঃশ্বাস
ফেললো না কেউ
আমার জন্য,
ভালবাসার হাত বাড়িয়ে
দিল না কেউ
ভালোবাসব বলে
শোনালো না কেউ একবারো
প্রেমের কথা ,
কেউ এতটুকু শান্তনা দিল না
হৃদয় জুড়াবে বলে
আঁধার সরালো না কেউ
আলো দেখব বলে
কান্না থামালো না কেউ
হাসব বলে ,
কেউ লিখতে শিখালো না
সত্য লিখব বলে
আশা পুরালো না কেউ
সাধ পুরাবে বলে
খাবার দিল না কেউ
ক্ষুধা মিটবে বলে ।
Leave a Reply