খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) কর্তৃক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১৭ মে) ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি-এর নির্দেশনায় তাইন্দং ইউনিয়ন এর ফেনীছড়া বিওপি কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাইন্দং ইউনিয়ন এর ফেনীছড়া বিওপি পশ্চিম আসালং কবরস্থান এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২টি ভারতীয় অস্ত্র (১ x ১২ বোর সিংগেল শট লং ব্যারেল পিস্তল এবং ১ x ১২ বোর শট গান) ৫ রাউন্ড অ্যামুনিশন এবং ৪ ব্যান্ডোলিয়ার উদ্ধার করা হয়। ২৩ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।
Leave a Reply