১৭ মে ২০২৫ তারিখ আনুমানিক ০২৪৮ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চাপসার বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪৮/এমপি বরাবর ৮৭ ব্যাটালিয়ন বিএসএফ এর কর্তব্যরত সদস্য কর্তৃক ১৭ জন নাগরিককে (০২ জন পুরুষ, ১১ জন মহিলা ও ০৪ জন শিশু সন্তান) বাংলাদেশের অভ্যন্তরে (পুশইন) করে । উক্ত ঘটনার প্রেক্ষিতে কর্তব্যরত বিজিবি টহল দল বাংলাদেশের সীমান্ত এলাকা হতে তাদেরকে আটক করে বলে জানাগেছে । আটককৃত ব্যক্তিরা
১। মোছাঃ জাহানারা বেগম (৪৫), স্বামী-রফিক ইসলাম, পিতা-মৃত হোসেন মিয়া, গ্রাম-রুপদিয়া, পোষ্ট-পলিরহাট,
থানা-কোতোয়ালি, জেলা-যশোর।
২। মোছাঃ নাছিমা বেগম (৪৫), স্বামী-মৃত শহিরুল ইসলাম, গ্রাম-চুয়াডাঙ্গা, পোষ্ট-দাহরামপুর, থানা-কোট চাঁদপুর, জেলা-ঝিনাইদাহ।
৩। মোছাঃ নুর নাহার বেগম (৫০), স্বামী-মৃত রবিউল ইসলাম, গ্রাম-জামতলা, পোষ্ট-সামটা, থানা-শার্শা, জেলা-যশোর।
৪। মোছাঃ ময়না বেগম (৫০), স্বামী-মৃত ইউসুফ আলী, গ্রাম-পাটোয়া, পোষ্ট-তেপুরাহাট, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী।
৫। মোছাঃ সায়রা শেখ (৪০), স্বামী-মৃত আসাদুল হক, গ্রাম-সাত মাইল, পোষ্ট-সাত মাইল, থানা-যশোর, জেলা-যশোর।
৬। মোছাঃ রহিমা সরদার (৪৫), স্বামী-মৃত রবিউল গাজী, গ্রাম-শ্রী রামপুর, পোষ্ট-ঝিকরগাছা, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর।
৭। মোছাঃ বিলকিছ বেগম (৩৫), স্বামী-আল আমীন মিয়া, গ্রাম-রাজবাড়িয়া, পোষ্ট-গলদার বাজার, থানা-মনিরামপুর, জেলা-যশোর।
৮। মোছাঃ রাশেদা বেগম (৬০), স্বামী-রুহুল আমীন, গ্রাম-চংড়াছড়ি, পোষ্ট-মেরুং বাজার, থানা-দিঘিনালা, জেলা-খাগড়াছড়ি।
৯। মোঃ সাইফুল ইসলাম (৩৫), পিতা-রুহুল আমীন, গ্রাম-চংড়াছড়ি, পোষ্ট-মেরুং বাজার, থানা-দিঘিনালা, জেলা-খাগড়াছড়ি।
১০। মোছাঃ নুরতাজ বেগম (৩০), পিতা-সাইফুল ইসলাম, গ্রাম-চংড়াছড়ি, পোষ্ট-মেরুং বাজার, থানা-দিঘিনালা, জেলা-খাগড়াছড়ি।
১১। মোছাঃ সায়রা খাতুন (১১), পিতা-সাইফুল ইসলাম, গ্রাম-চংড়াছড়ি, পোষ্ট-মেরুং বাজার, থানা-দিঘিনালা, জেলা-খাগড়াছড়ি।
১২। মোঃ সাহেল (০৭), পিতা-সাইফুল ইসলাম, গ্রাম-চংড়াছড়ি, পোষ্ট-মেরুং বাজার, থানা-দিঘিনালা, জেলা-খাগড়াছড়ি।
১৩। মোছাঃ নাছিমা বেগম (৩৫), স্বামী-সোহেল সিকদার, গ্রাম-বেজোহার, পোষ্ট-মাহিলারা, থানা-গরুনদী, জেলা-বরিশাল।
১৪। মোছাঃ লাভলী (৩৫), স্বামী-ইলিয়াস মোল্লা, গ্রাম-পেড়লী, পোষ্ট-পেড়লী বাজার, থানা-কালিয়া, জেলা-নড়াইল।
১৫। মোঃ রহিমা মোল্লা (১৬), পিতা-ইলিয়াস মোল্লা, গ্রাম-পেড়লী, পোষ্ট-পেড়লী বাজার, থানা-কালিয়া, জেলা-নড়াইল।
১৬। মোঃ সামিউল মোল্লা (৪), পিতা-ইলিয়াস মোল্লা, গ্রাম-পেড়লী, পোষ্ট-পেড়লী বাজার, থানা-কালিয়া, জেলা-নড়াইল।
১৭। মোছাঃ আফসানা মোল্লা (৬), পিতা-ইলিয়াস মোল্লা, গ্রাম-পেড়লী, পোষ্ট-পেড়লী বাজার, থানা-কালিয়া, জেলা-নড়াইল।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় তারা কাজের সন্ধানে ইতিপূর্বে (বিভিন্ন সময়ে) দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতের মুম্বাই গমন করেছিল। আনুমানিক ১৪-১৫ দিন পূর্বে মুম্বাই পুলিশ কর্তৃক তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃত নাগরিকদের আত্মীয় স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতঃ সঠিক হওয়ায় তাদেরকে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম চালিয়ে আসছে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক অনুরোধ করা হয়েছে।
Leave a Reply