জৈষ্ঠ্য মাসে মিস্টি আম
কাঠাল আর কালো জাম ,
পাকা খেজুর গাছে থাকে
আতাফল আরো পাকে ।
মিস্টি লিচু গাছে গাছে
সাদা লাল জামরুল আছে ,
স্বাদে ভরা তালের সাষ
আনার থাকে বার মাস ।
আনারস রসে ভরা
কে খাবি আয় তরা ,
ডালিম আছে গাছে পাকা
ডালা ভরা আপেল রাখা ।
আঙ্গুর ফল অনেক মিস্টি
জৈষ্ঠ্যমাসে হয় বৃষ্টি ,
বৃষ্টি ভিজে গোসল করা
আনন্দে তাই মন ভরা ।
ফলের মৌসুম জৈষ্ঠ্যমাস
গাঁয়ে তাই বেড়াতে যাস ,
নানানরকম ফল খেয়ে
আনন্দ করবি গান গেয়ে ।
২৯ মে ২০২৩ খৃষ্টাব্দ
Leave a Reply