তেতৈয়া কুমারিয়ার ছড়া ব্রিজের দক্ষিণ পাশে চলছে দিনরাত পাহাড় কাটার প্রতিযোগিতা! স্থানীয় লোকজনের চোখের সামনেই একদিকে কেটে নেওয়া হচ্ছে সবুজ পাহাড়, অন্যদিকে ধ্বংস করে ফেলা হচ্ছে চলাচলের রাস্তা পর্যন্ত।
স্থানীয়দের অভিযোগ, কোনো প্রকার অনুমতি ছাড়াই পাহাড় কেটে সমান করে মাটি সরানো হচ্ছে। একাধিক দল ভাগ হয়ে এখানে রাতদিন চলছে কাজ—যেন পাহাড় কাটার প্রতিযোগিতা! এতে শুধু পরিবেশ বিপন্ন হচ্ছে না, বরং সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তাটিও এখন হুমকির মুখে।
একজন স্থানীয় বাসিন্দা জানান,
“প্রতিদিন সকালে ঘুম ভাঙে একটানা পাহাড় কাটার শব্দে। এখন রাস্তাটাও এমনভাবে কেটে ফেলছে যে চলাফেরা করাও কঠিন হয়ে গেছে। প্রশাসনের নজরদারি না থাকায় দিনদিন ব্যাপারটা আরও ভয়াবহ হয়ে উঠছে।”
পরিবেশবিদদের মতে, এভাবে অবৈধ পাহাড় কাটা কেবল পরিবেশ ধ্বংসই করছে না, বরং ভূমিধস, বন্যা ও দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। অথচ প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছেন।
Leave a Reply