সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বাসিন্দা সাইফুল এবং আজাদের দাফন সম্পন্ন হয়েছে।
১৬ মে বাংলাদেশ সময় বিকেল চারটায় তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাদের মৃত্যুকে ঘিরে দক্ষিণ মিঠাছড়ি ফকিরা মুরা ও পার্শ্ববর্তী সিকদার পাড়ায় দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যে গত ১২ মে জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ফকিরা মুরা এলাকার সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের সিকদার পাড়ার নুরুল আযাদ ঘটনাস্থলে প্রাণ হারান।
পারিবারিক সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে সৌদি প্রশাসন কর্মস্থল থেকে সাইফুল ইসলাম ও নুরুল আযাদকে আটক করে। আটকের পর তাদেরকে ছেড়ে দিলে পূনরায় কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনায় তারা দুই জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
Leave a Reply