প্রতিবেদক: আব্দুল হাই সেলিম
১৭মে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে “বিশ্ব হাইপারটেনশন দিবস-২০২৫” উদযাপন করা হয়। সকাল ৯টায় ইবনে সিনা মেডিকেল কলেজ ভবনের সামনে থেকে হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আলী মাহিন-এর তত্ত¡াবধানে এবং হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফৌজিয়া খানের ব্যবস্থাপনায় র্যালি বের করে কল্যানপুর এলাকা ঘুরে হাসপাতালের সামনের গেইটে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন হাসপাতালের ডাইরেক্টর এডমিন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাজেদ আবদুল খালেক, হাসপাতালের ডাইরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. পারভেজ কবির (অব.), মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল আবু খলদুন আল মাহমুদ, হাসপাতালের সিনিয়র এজিএম এডমিন মুহাম্মদ শফিকুল ইসলাম, কলেজের ম্যানেজার এন্ড এডমিন ইনচার্জ মো. ফরহাদ হোসেন ও ইবনে সিনা মেডিকেল কলেজের সকল ছাত্র-ছাত্রী, মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, ম্যানেজমেন্টের উর্দ্ধতন কর্মকর্তা, নার্স, স্বাস্থ্য কর্মী এবং সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র্যালি শেষে কলেজ ভবনের নিচ তলায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। এতে রোগীদের বিনা মূল্যে বুক ধড়ফড়, বুকে ব্যথা, সিঁড়ি বেয়ে উঠতে শ্বাসকষ্ট, গর্ভকালীন হৃদরোগ ও উচ্চ রক্তচাপ, মাথা ঘোরানো, চোখে ঝাপসা দেখা, অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দন, কোলেস্ট্রেরল সমস্যা, ক্রনিক হার্টডিজিস-সহ সবধরনের হৃদরোগ ও অন্যান্য হৃদরোগীদের চেক-আপ ও পরামর্শ প্রদান করা হয়। এবং নির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষায় ৫০% ডিসকাউন্ট দেয়া হয় যা আগামী ৭দিন প্রযোজ্য হবে। পাশাপাশি হৃদরোগের সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগীতায় ছিলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।
Leave a Reply