মানিকগঞ্জের পাটুরিয়ায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ড্রেজার ও ১৮ জন ড্রেজার কর্মীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের সদস্যরা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি অস্থায়ী কন্টিনজেন্ট পাটুরিয়া অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাটুরিয়া ঘাট সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে অবৈধ ড্রেজার উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে আটক ড্রেজারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
আটককৃত ১৮ জন ড্রেজার কর্মীর বিরুদ্ধে শিবালয় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া জব্দকৃত সরঞ্জাম ও আটক ব্যক্তিদের পাটুরিয়া নৌ পুলিশ-এর কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের নদী ও জলসীমায় পরিবেশবিধ্বংসী অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply