নরসিংদীর পলাশ উপজেলায় মাত্র ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে ইসমাইল হোসেন (৪৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত আফজাল হোসেন (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ১৬ মে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আফজাল হোসেন পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের আহসান মিয়ার ছেলে। পুলিশ জানায়, পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া ও এএসআই রেহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
এর আগে, গত ১০ মে রাত ৮টার দিকে পলাশ উপজেলার খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় নিহত ইসমাইল হোসেন ও আফজাল হোসেনের মধ্যে ১০০ টাকা পাওনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের একটি দোকান থেকে ছুরি এনে ইসমাইলের পেটে আঘাত করেন আফজাল। স্থানীয়রা ইসমাইলকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে গত ১২ মে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত ইসমাইল হোসেন মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে। তিনি পরিবারসহ খিলপাড়া এলাকায় বসবাস করতেন এবং পেশায় দিনমজুর ছিলেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন এবং তাঁদের একমাত্র কন্যা সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন মিয়া জানান, গ্রেপ্তারের পর ১৭ মে আদালতে তোলা হলে আফজাল হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইসমাইলকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করেন।
এদিকে, নিহত ইসমাইলের স্ত্রী পারুল বেগম অভিযুক্ত আফজালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং মামলার তদন্ত চলছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply