পাঁচথুবী তরুণ সংঘ’ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ‘পাঁচথুবী গ্রামের একটি সামাজিক সংগঠন। যেখানে সদসস্যরা সমাজের সকলের মধ্যে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিকরণ, খেলাধুলার নিয়ে সকলকে আগ্রহী করে তোলা, মাদকের বিষয়ে সতর্ক করা সহ নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে থাকে। এ আলোচনা ও সঠিক ভাবনা মধ্য দিয়েই সমাজের উন্নয়নের বীজ বপন করে এই সংগঠনের সদস্যগন।
গত ১৬ মে বিকাল ৪টার দিকে এই সংঘঠনের একটি সাধারন সভা অনুষ্ঠিত হয়। সেখানে সরেজমিনে দেখা যায়, বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে সকল বয়সী সাধারন মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বয়সকে হার মানিয়েও প্রবীনগনের চোখেমুখে ছিল তারুণ্যের ছাপ। এ সভায় উপস্থিত বিএনপির স্থানীয় নেতা কর্মীরা দলের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা করেন এবং এ সংক্রান্ত লিপলেটও বিতরণ করেন।
এ সংগঠনের ঐ দিনের বার্ষিক সাধারন সভায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে আলোচনা করেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফেরদৌস রহমান। এছাড়া তখন উপস্থিত ছিলেন ‘পাঁচথুবী তরুণ সংঘের সদস্যবৃন্দ সহ দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ ফরিদ বিএসসি, দৌলতপুর উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক ও কলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সেলিম হোসেন নাসির, কলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সবুজ, কলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবর রহমান, কলিয়া ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন, কলিয়া ইউনিয়নের বিএনপির নেতা মোঃ বিল্লাল উদ্দিন মাতব্বর প্রমুখ। আরো উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় মুরুব্বীগন সকল বষসী লোকজন।
এছাড়াও এ বার্ষিক সভায় সকলের আস্থাভাজন ও প্রিয় মানুষ এ্যাড ফিরোজ আলম বাবুকে সভাপতি নির্বাচিত করে নতুন কমিটি ঘোষনা দেওয়া হয়।
Leave a Reply