বগুড়া প্রতিনিধি: শিক্ষাবর্ষ ২০২৫ সালে শিক্ষা্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের জন্য বই দেওয়া হয়। কিন্তু সে পাঠ্যবই বিতরণ সম্পূর্ণ না করে কলোবাজারে চুরি করে বিক্রি করে। এ অভিযোগে পুলিশ, শিক্ষক সহ দুই জনকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোভ্যান যোগে কিছু সরকারি বরাদ্দকৃত বই ধুনট কাঁচা বাজার সংলগ্ন একটি পুরাতন বইয়ের গুদামে নিয়ে আসে। বই গুলো তৃতীয় শেণ্রী থেকে ১০শ্রেনী পর্যন্ত। চুরি করা বিক্রিত বইয়ের সংখ্যা প্রায় ৮শত,এগুলো বই জব্দ করে থানায় দেওয়া হয়।
গত ১৪ই মে বুধবার ধুনট কাঁচা বাজার সংলগ্ন একটি পুরাতন বইয়ের গুদামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গ্রেফতার কৃত আসামি হলেন, (১)মো: শফিকুল ইসলাম(৩৫), পিতা ইসমাইল হোসেন, গ্রাম :ফকির পাড়া, ইউনিয়ন : এলাঙ্গী,(২) মইনুল ইসলাম ওরফে মঞ্জুরুল পিতা :মোজাম্মেল হক, ধুনট সদর পাড়া।
শফিকুল ইসলাম এক জন শিক্ষক,সে চকদহ বেগম শামসুন্নাহার শেখ মুজিব স্কুলের ল্যাব সহকারী । সে সরকারি বরাদ্দ কৃত শিক্ষা্থীদের ২৫সালের শিক্ষা বর্ষের পাঠ্যবই একটি অটোভ্যানে নিয়ে মইনুল ইসলামের পুরাতন বইয়ের গুদামে নামাচ্ছিল। ইতিমধ্যে, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃস্টফার হিমেল রিছিল ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলমকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন। প্রশাসনের উপস্থিতিতে উক্ত বই গুলো জব্দ করে অভিযুক্ত কারীকে গ্রেফতার করেন।
এ বিষয়ে এস আই নয়ন বলেন,সরকারি পাঠ্যবই চুরি করে বিক্রির দায়ে থানায় মামলা হয়, এ মর্মে তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়।
Leave a Reply